Saturday, December 21, 2013

Bangla Jokes



ডাক্তার ; একটা দুঃসংবাদ আছে, ভিক্টর সাহেব । আপনার জলাতঙ্ক হয়েছে ।
রোগী  ; আমাকে এক টুকরো কাগজ আর একটা কলম দিতে পারেন ?
ডাক্তার ; উইল করবেন বুঝি ?
রোগী  ; উঁহুঁ, কাকে কাকে কামড়াতে চাই তার একটা লিস্ট বানাব ।




ছেলে ; বাবা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা কিভাবে প্রমাণ করব ?

বাবা ; বলিস কিরে ? ওরা এখনও প্রমাণ বার করতে পারেনি ? সেই কোন ছেলেবেলা থেকে দেখছি প্রমাণের জন্যে ওরা মাথা কুটে মরছে ।


ছেলে ; আব্বা, তিনটা আঙুর আর দুটো আঙুর মিলে কটা হয় ?
বাবা  ; এই সহজ অঙ্কটাও শিখিসনি ? স্কুলে শেখায়টা কি ?
ছেলে ; অন্য অঙ্ক শেখায়, আব্বা । কলা যোগ করতে বলে ।


একটি বাড়ির নির্মাণ কাজ চলছে । কাজ করছে অসংখ্য মজুর । প্রতি সপ্তাহে শ্রমিকদের পাওনা মেটানো হয় । সে সপ্তাহে এক মজুর তার প্রাপ্যের চেয়ে দশ টাকা বেশি পেল । তবে সে মুখ বন্ধ রাখায় তাৎক্ষণিকভাবে ধরা পড়ল না ভুলটা । পরে অবশ্য জানা গেল ব্যাপারটা । কিন্তু জানানো হল না মজুরকে । পরের সপ্তাহে তার প্রাপ্যের চেয়ে দশ টাকা কম দেয়া হলে তীব্র প্রতিবাদ জানাল মজুর ।

ট্যাকা কম দিলেন কেন ? জানতে চাইলে সে ।

গত সপ্তাহে দশ টাকা বেশি দিয়েছি । কই তখন তো টু শব্দটিও করোনি । এখন এত লাগে কেন ?

মজুর মাথা চুলকে বলল, মানুষের একবার ভুল হইতে পারে । সেইবার হয়ত খেয়াল করি নাই, তাই বইল্যা কি বারবারই ভুল হইব ? ।


ঢাকা শহরের এক অহংকারী লোক গেছে খুলনায় । সেখানে গিয়ে এক রেস্তরাঁয় সে গলাবাজি করতে লাগল । সবাইকে শোনাচ্ছে, ঢাকায় কত নামকরা সর লোক জন্মেছেন ।
খুলনায় কোন বড় মানুষ জন্মেছেন ? জানতে চাইল সে ।
তার খুলনার বন্ধু বলল, না । এখানে শুধু বাচ্চারাই জন্মায় ।


যাত্রী      ; এটা আমার ট্রেন ?

ইন্সপেক্টর ; না । বাংলাদেশ রেলওয়ের ।

যাত্রী      ; ঠাট্টা ছাড়ুন, আমি বলতে চাইছি এটা নিয়ে চিটাগাং যেতে পারব ?

ইন্সপেক্টর ; মনে হয় না । অসম্ভব ভারী ।


বান্টি  ; মা, তোমার কাছে আমার দাম কত ?
মা     ; কোটি কোটি টাকা, সোনা মণি ।
বান্টি  ; তবে তার থেকে পাঁচটা টাকা দাও না, একটা আইসক্রিম খাব ।


১ম বন্ধু ; জন্মদিনে চিরুনি উপহার পেলে টেকো লোক কি বলবে ?

২য় বন্ধু ; জানি না তো । কি বলবে ?

১ম বন্ধু ; বলবে, যাক, ভালই হল, জিনিসটা সারা জীবন টিকবে ।


সুমন  ; তোর সাইকেলটা কি আজ বিকেলে চালাবি ?
রাজন ; হ্যাঁ ।
সুমন  ; খুব ভাল । আমি তবে তোর ক্রিকেট ব্যাটটা ধার নিতে পারব ।



বাস কন্ডাকটার  ; যে পয়সাটা দিলেন সেটায় একটা ফুটো আছে ?
যাত্রী             ; তাতে কি ? তোমার সীটটাতেও তো দুটো ফুটো ছিল ।



একটি ছোট ছেলেকে রাস্তার মধ্যিখানে পাউডার ছড়াতে দেখা গেল ।
কি করছ তুমি ? জিজ্ঞেস করল একজন পুলিশ ।
কুমীরের পাউডার ছড়াচ্ছি, বলল ছেলেটি ।
এখানে কুমীর তো নেই, পুলিশটি বলল ।
দেখুন তবে পাউডারের গুণ, বলল ছেলেটি, ছড়াতে না ছড়াতেই সব কুমীর বাপ বাপ করে পালিয়েছে ।

No comments:

Post a Comment